মো. নুর উল্লাহ আরিফ ।।
‘পাঠক যারা, লেখক তারা ‘ শ্লোগান নিয়ে প্রকাশিত দ্বিমাসিক ম্যাগাজিন ‘মুক্তবুলি’ সত্যি অত্যন্ত পাঠকপ্রিয়। নাম এবং শ্লোগানেই ম্যাগাজিনটির বিশেষত্ব অনুধাবন করা যায়। বিষয়ভিত্তিক তথ্যবহুল লেখনি পাঠককে অনেক অজানা তথ্য জানাতে মুক্তবলির ভূমিকা উচ্চমাত্রার প্রশংসনীয়। লেখক -সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আযাদ আলাউদ্দীনের নিপূণ সম্পাদনায় প্রতিটি নিবন্ধই পাঠকের হৃদয়ে অনুরণন সৃষ্টি করে। সাহিত্য-সংস্কৃতি-ইতিহাস বিষয়ক ম্যাগাজিনটি তরুণ প্রজন্মের জ্ঞানের পরিধি বাড়াতে মাপকাঠির বিচারে অনন্য উচ্চতায়। মজবুত টেকসই মানবিক মর্যাদাবোধ সম্পন্ন সামাজিক বন্ধন তৈরিতে দক্ষ রাহবার হিসেবে কাজ করে।
ম্যাগাজিনটি ইতোমধ্যে পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। প্রচলিতধারার থেকে ব্যতিক্রম ‘মুক্তবুলি’ ম্যাগাজিন। নতুন নতুন পাঠক-লেখক তৈরি করছে সমানতালে। পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলা ম্যাগাজিনটি রাজধানীসহ বিভাগীয় শহর থেকে জেলা ও উপজেলা শহরে দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রত্যন্ত অঞ্চলের পাঠকের হাতে হাতেও পৌছে যাচ্ছে একই সাথে।
ভার্চুয়াল জগতের নানান সাইটের মাধ্যমে আগামী প্রজন্মমসহ তরুণ প্রজন্মের সিংহভাগ বিপথগামীর চূড়ান্ত পর্যায়ে। বিশেষ করে পর্ণগ্রাফী আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে। ধর্ষণ রাহাজানী খুন ছিনতাই মহামারী আকার ধারণ করছে। স্মার্ট ফোন সহজলভ্য হওয়ায় যে কারোরই হাতে এখন এ ফোন। ইন্টানেট সংযোগ দিয়ে খুব সহজে যে কোন সাইটে প্রবেশ করা অত্যন্ত সহজ। দেখা গেছে অনেকেই পড়ালেখা সৃজনশীল কাজ রেখে প্রতিনিয়ত মোবাইল ফোনে ডুবে থাকে। ইন্টারনেট দুনিয়া ই তাদের কাছে কাছে ধ্যান জ্ঞান। অথচ আমাদের তরুণসমাজের দায়িত্ব হচ্ছে নিজেকে রাষ্ট্র সমাজের জন্য নেতৃত্ব দেওয়ার গুণাবলী সম্পন্ন করে তৈরি করা। যার জন্য পড়াশোনার বিকল্প নেই। নিজেকে তৈরি করতে মাপকাঠির বিচারে সৎ আদর্শবান ন্যায়নিষ্ঠ হওয়া প্রয়োজন।
‘মুক্তবলি’ ম্যাগাজিনটি এ পথেরই নির্দেশনা দিচ্ছে আমাদের মাঝে। সুস্থ ধারার সংস্কৃতিচর্চা, সাহিত্য অনুশীলন মানবিক মূল্যবোধ সম্পন্ন কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে তরুন প্রজন্মকে উৎসাহিত করে। মাপকাঠির বিচারে ‘মুক্তবুলি’ ম্যাগাজিনটি তরুণ প্রজন্মের হৃদয়ের গভীরে প্রবল রেখাপাত করেছে। তরুণ প্রজন্মের আবেদন -নিবেদন সব কিছুই থাকছে ম্যাগাজিনটির পাতায় পাতায়।
নান্দনিক চারকালার প্রচ্ছদ, অফসেট কাগজে ঝকঝকে ছাপা হওয়ায় ম্যাগাজিনটির পাঠকমহলে ব্যাপক আবেদন রয়েছে। গ্যাটআপ, মেকআপে পুরো দস্তুর মুন্সিয়ানার স্বাক্ষর রয়েছে ম্যাগাজিনতে। নতুন পাঠকের হাতে ম্যাগাজিনটি যাওয়া মানে পরবর্তী সংখ্যার জন্য পাঠকের অপেক্ষা নিশ্চিত হওয়া।
মো. নুর উল্লাহ আরিফ
শিক্ষক, শশিভূষণ বেগম রহিমা ইসলাম কলেজ
চরফ্যাশন, ভোলা
মোবাইল ব্যাংকিং বিকাশের প্রাক্তন কর্মকর্তা
ই-মেইল:mmarif171gmail.com
হটলাইন :01719-934575
অসাধারন, প্রাঞ্জল লেখনি।