মুক্তবুলি প্রতিবেদক ।।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ তাৎক্ষণিক অভিনয়ে খ গ্রুপে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে সাবিহা তাসনিম নওরিন। সে রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাব মো. নিজাম উদ্দিন বেসরকারি চাকুরীজীবী এবং মা নাসরিন সুলতানা কলি স্কুল শিক্ষিকা। তাদের গ্রামের বাড়ির পটুয়াখালীর বাউফল উপজেলায়।
আগামী ১৫ জুন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে নওরিন। সে সকলের দোয়া প্রত্যাশী।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
