মুক্তবুলি প্রতিবেদক ।।
জাতীয় দৈনিক কালবেলা’র বরিশাল ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন আরিফিন তুষার। ২৫ জুলাই পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা তাঁকে নিয়োগপত্র প্রদান করেন।
২০০৮ সালে দৈনিক আজকের পরিবর্তন -এর স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন আরিফিন তুষার। পরবর্তীতে ২০১২ সালে মুক্তিযুদ্ধকালীন রনাঙ্গণের পত্রিকা বিপ্লবী বাংলাদেশ’র চিফ রিপোর্টার পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সেখান থেকে ২০১৪ সালে দৈনিক বরিশালের ভোরের আলো’র যুগ্ম বার্তা সম্পাদক পদে যোগদান করেন।
এছাড়া ২০১৮ সালে দৈনিক দখিনের মুখ-এর বার্তা সম্পাদকের দায়িত্ব পান আরিফিন তুষার। তখন থেকে এই পদে কর্মরত রয়েছেন। এ পত্রিকাটিতে দায়িত্ব পালনকালে ২০২০ সালে দৈনিক ঢাকা টাইমস -এর বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
এর বাইরে বরিশালের সাংবাদিকদের শীর্ষ সংগঠন বরিশাল প্রেসক্লাবের নির্বাচিত ক্রীড়া সম্পাদক এবং বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটর্স কাউন্সিলের সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন আরিফিন তুষার।
বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের প্রস্তাবিত কমিটির যুগ্ম-সম্পাদক আরিফিন তুষার পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
