Tag Archives: আষাঢ়

আষাঢ়

সুয়েজ করিম . টাপুর টুপুর সুরের তালে এলো আষাঢ় মাস, ঘুরুম ঘুরুম বজ্র ধ্বনি কাঁপছে যে আকাশ। . মেঘের কোলে সূর্যি মামা ঠাই নিয়েছে আজ, রোদে মেঘে লুকোচুরি এযে নতুন সাজ। . মরা নদী ভরা জলে ছলাৎছলাৎ ঢেউ, ভর জোয়ারে নাও ছেড়েছে পাল তুলেছে কেউ। . বাতায়নে গাঁয়ের বধু চেয়ে পতির পানে, শীতল পাটি নকশি কাঁথা বুনে আপন মনে।

সম্পূর্ণ পড়ুন