আবদুর রহমান সালেহ কঠোর অধ্যবসায় ও গভীর ভাবনা-চিন্তা করে রচিত প্রতিবেদন থেকে পাঠক যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে সকল পরিশ্রমটাই মাটি হয়ে গেলো। আর প্রতিবেদনে যদি ভিন্নতার স্বাদ না’ই থাকে তাহলে পাঠকশ্রেণি ‘অযথাই’ কেন সেই প্রতিবেদনের উপর আলাদা দৃষ্টি রাখবে? সময় ক্ষেপণ করবে? ভিন্নতার উপাদান না রাখতে পারার ব্যর্থতা সংশ্লিষ্ট সংবাদকর্মীদের। সংবাদকর্মীরা যদি পরিশ্রমী হয়, নিরন্তর চেষ্টায় পাঠক ধরে রাখতে …
সম্পূর্ণ পড়ুন