নজরুলের ঈদের গানের ইংরেজি অনুবাদ

After fasting of Ramadan comes Happy Eid
———————————————————————
[original:ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ by
Kazi Nazrul Islam; Translated by : Syed Walidur Rahman ]

Aha! after fasting of Ramadan comes Happy Eid
To sacrifice yourself is a divine urge indeed.

Give your golds and grains and happy homes
For the cause of Allah
Give zakat to enliven muslim minds which are dead
Aha! after fasting of ramadan comes Happy Eid.

Prayer you will take today on that grand Eid ground
Where lies all those muslim heroes became shaheed
Aha! after fasting of Ramadan comes Happy Eid.

Don’t differ today between friends and foe
Just shake your hands

Win the universe With love for islam to pay heed
Aha! after fasting of Ramadan comes Happy Eid.

The poor who have to fast life long -fast daily
Give those have-nots their fair share and need
Aha! after fasting of Ramadan comes Happy Eid
To sacrifice yourself is a divine urge indeed.

Pour the flow of oneness of God into core of your heart
Surely the prophet will embrace you we believe,
Aha! after fasting of Ramadan comes Happy Eid.

Those who stoned you to hurt throughout your life
You made a mosque of peace with those stones you received.
Aha! after fasting of Ramadan comes Happy Eid
To sacrifice yourself is a divine urge indeed.

[ translated on 25.05.2020, 30 th Ramadan @ Barishal ]

Original Bengali Song:

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

Check Also

কবি ফররুখ আহমদ মানবতার কল্যাণে সাহিত্য রচনা করেছেন

মুক্তবুলি প্রতিবেদক।। বরিশালে কবি ফররুখ আহমদ স্মরণসন্ধ্যায় আলোচকরা বলেছেন, কবি ফররুখ আহমদ সমগ্র মানবতার কল্যাণে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *