ইন্টারন্যাশনাল ক্বিরাত রিসাইটেশন অ্যাসোসিয়েশনের (ইক্বরা) উদ্যোগে এবং আল কুরআন অ্যাকাডেমি বরিশালের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন।
এই সম্মেলন সরাসরি লাইভ সম্প্রচার করবে মুক্তবুলি ম্যাগাজিনের ফেসবুকে পেজ।
সরাসরি দেখতে লাইক দিয়ে যুক্ত থাকুন মুক্তবুলির ফেসবুক পেজে।
পেজ লিংক –
শুক্রবার (০৭ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য এই ক্বিরাত মাহফিলে সভাপতিত্ব করবেন স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা মির্জা শরফুদ্দিন বেগ।
পবিত্র আল কুরআন থেকে তিলাওয়াত করবেন বাংলাদেশের শাইখুল কুররা আহমাদ বিন ইউসুফ আল-আযহারী, মিশরের প্রখ্যাত ক্বারি শাইখ ত্বহা আন নোমানী, ইরানের ক্বারি হামেদ আলী যাদেহ, আফগানিস্তানের ক্বারি আলী রেযা রেযায়ী, ফিলিফাইনের ক্বারি মুহাম্মদ নাযীর আসগর।
অনুষ্ঠানে সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে পবিত্র আল কুরআনের সুমধুর তিলাওয়াত শোনার জন্য অনুরোধ জানিয়েছেন আল কুরআন অ্যাকাডেমি বরিশালের সভাপতি প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসাইন ও সাধারণ সম্পাদক প্রফেসর মো. আবদুর রব।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
