বরিশালে আন্তর্জাতিক ক্বিরাত মাহফিলঃ কানায় কানায় পরিপূর্ণ হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান

নিজস্ব প্রতিবেদক 
ইন্টারন্যাশনাল ক্বিরাত রিসাইটেশন অ্যাসোসিয়েশনের (ইক্বরা) উদ্যোগে এবং আল কুরআন অ্যাকাডেমি বরিশালের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল। কোরআনের পাখিদের সুললিত কণ্ঠে হৃদয়গ্রাহী তেলাওয়াতে বিমোহিত জনতার ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মূখরিত হয়ে উঠে পুরো শহর। জাগ্রত হয়ে উঠে তৌহিদী জনতা।
শুক্রবার (০৭ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ ক্বিরাত মাহফিলে  কোরআন প্রেমিক জনতার ঢল নামে। বাংলাদেশে ২১ তম এবং বরিশালে ৩য় আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল এটি।
পবিত্র আল কুরআন থেকে তিলাওয়াত করেন বাংলাদেশের শাইখুল কুররা আহমাদ বিন ইউসুফ আল-আযহারী, মিশরের প্রখ্যাত ক্বারি শাইখ ত্বহা আন নোমানী, ইরানের ক্বারি হামেদ আলী যাদেহ, আফগানিস্তানের ক্বারি আলী রেযা রেযায়ী, ফিলিপাইনের ক্বারি মুহাম্মদ নাযীর আসগর।
এছাড়াও কোরআন তেলাওয়াত করেন আল কুরআন অ্যাকাডেমির সদস্য সচিব ক্বারি আব্দুল মান্নান, ক্বারি মুমিনুল ইসলাম, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রোকনুজ্জামান, আবু সালেহ মোহাম্মদ ইয়াহিয়া ।
স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা মির্জা শরফুদ্দিন বেগের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন বরিশাল সরকারি ব্রোজমোহন কলেজের প্রফেসর ড. মোয়াজ্জেম হোসাইন, গুঠিয়া জামে মসজিদের খতিব ড. আবুবকর সিদ্দিক।
অনুষ্ঠানে সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে পবিত্র আল কুরআনের সুমধুর তিলাওয়াত শোনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আল কুরআন অ্যাকাডেমি বরিশালের সভাপতি প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসাইন ও সাধারণ সম্পাদক প্রফেসর মো. আবদুর রব।
এ আন্তর্জাতিক ক্বেরাত মাহফিলে হাজার হাজার তৌহিদী জনতার ঢল পরিলক্ষিত হয়। আলেম-ওলামাদের পাশাপাশি ধর্মপ্রাণ জনতা কোরআনের পাখিদের গগণবিদারী তেলাওয়াতের সুরের মূর্ছনায় আবেগাপ্লুত হয়ে উঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *