রক্তে রাঙা স্বাধীনতা

মোঃ সিরাজুল ইসলাম

রক্তে রাঙা স্বাধীনতা
নয়তো কারো দান,
আনতে তাকে দিতে হলো
অনেক তাজা প্রাণ।

আর থাকিস না লুকিয়ে ঘরে
ডাক এসেছে দেশের তরে,
ভীরু আছে দেশে যারা
যুদ্ধকে ভয় তারা করে।

অত্যাচারীর খড়গ হতে
মুক্ত করো দেশ,
স্বাধীনতা সোনার খণি
নেইতো রেষারেষ।

নেতার নির্দেশ মানবে সবে
জীবন গেলেও অটল রবে,
দিলে জীবন দেশের তরে
পরপারে সফল হবে।

বঙ্গবন্ধুর অগ্নিবানে
যুদ্ধে গেলো যারা,
বিজয় বেশে অবশেষে
ঘরে ফিরলো তারা।

প্রাণ দিলো যারা
দেশের টানে,
অনেকের পরিবার
আজ কোন খানে।

ভাবতে হবে তাদের নিয়ে
সময় এসেছে আজ,
করতে কায়েম বাংলাদেশে
খোদার দ্বীনের রাজ।

স্বাধীনতার এই পতাকা
ধরতে হবে শক্ত হাতে,
ডিজিটাল এই বাংলাদেশে
অনেক লোক আজও মরছে ভাতে।
এখনো যারা ঘুমিয়ে আছো
জেগে একবার দেখ নারে,
ভাঙ্গনে আজ কাঁদছে মানুষ
পদ্মা নদীর ঐ পারে।

আয়রে সবুজ আয়রে কাঁচা
পুচ্ছটি তোর উচ্চে নাচা,
বুকের মধ্যে সাহস রেখে
ঐক্য হয়ে দেশকে বাঁচা।

 

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *