তামান্না নুসরাত রিমি
পৃথিবীটা আজ ছন্নছাড়া,
আলো আঁধারের মিছে খেলা
চারদিকটা কেমন শূণ্য শূণ্য !
মনে হয় যেন ভিন গ্রহ।
মানবের মাঝে কলহ বিরোধ,
এ যেন এক অদ্ভুত জগৎ!
মানুষে মানুষে হানাহানি,
মিথ্যাচার আর পাপের খনি।
কেন হে প্রভু কর এ খেলা,
তবে কি আমরা পাবো না ক্ষমা,
দেখবো কবে নতুন আকাশ,
পাবো ফিরে মুক্ত বাতাস।
থাকব আবার মিলেমিশে,
সবাই সবার সুখে দুঃখে।
আশার আলো বাজবে কবে,
চেয়ে আছে মন সেদিক পানে।
shundor