আত্মার ফুল

রাসুল আত্মার ফুল ; আনন্দের মালা ।
প্রেমের বিস্তার হলো সূর্যের ডানায় ;
সন্তোষের গাল বেয়ে ঝরে আলোকণা ।
নদীর ঢেউয়ে লাগে সুরভী অশেষ ।
মাটির জরায়ু পায় প্রাণের নহর ।
সে মুহূর্তে পৃথিবীতে হাসির ফোয়ারা ।
এ তবে আত্মার ঘ্রাণ — অম্লান, অমেয় ।
সত্যের ভূভাগ জুড়ে থাকে না সন্দেহ ।
এই হলো ক্লিনিক, মাতৃত্বের মতো ।
রাসুল প্রেমেই দৃষ্টি করেছি আনত ।
২২ মার্চ, ১৯৯৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *