ওরা ডেকে বলে

মোহাম্মদ নূরুল্লাহ্।।
মিষ্টি রোদ আর স্নিগ্ধ হাওয়া
আমায় ডেকে কয়, দেখো চেয়ে
স্বচ্ছ জল আর কচুরিপানা
ভোরের আলোতে সখাসখি সেজে
কেমন মিতালী সেজেছে !

রিজিকের তালাশে যাচ্ছে বলাকা
ঐ না দল বেঁধে।
এখনও তুমি শুয়ে থাকবে ?
তা হয় কী করে !
শান্ত স্নিগ্ধ এই যে নির্মল হাওয়া ;
নিমিষেই হারিয়ে যাবে।
হয়তো পাবেনা ছুঁতে।

আরো কত কী বলে!
নরম রোদ আর মিষ্টি হাওয়া ;
সবি কি যায় বলা?
মোহাম্মদ নূরুল্লাহ্
ছায়ানীড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *