আল হাফিজ।।
কবিতা কথার ফানা ডালপালা মেলে দিয়ে
অনাবিল দোস্তিতে ধরে রাখে ফুলের সুবাস
কবিতা সুবাসময় দ্যুতি ভরা যমুনার ঘাট,
যমুনা যুবতি মেয়ে রঙময় আলিজালি হাসে
হাসির জোছনায় মাখামাখি কবিতার গাছ
কুমারি ফুটেছে দেখে বিস্মিত ভ্রমর বিলাস
হেলেন রসের খোঁজে চঞ্চলা উথাল-পাথাল
কবিতা পরানবন্ধুর ডাক: সরস প্রাপক
প্রাপক সোহাগ জ¦রে আশেক-মাশুক
সোহাগের আলো জ¦রে কবিতা কাঁপে…
কবিতা কথার দানা গোছানো ম্যারেজ
ম্যারেজে মজুদ প্রেম অনন্ত অসীম
অসীম সিঁড়ির বুকে স্বপ্ন বিভোর
শরম স্বপ্ন খোলো যমুনার ঘোর
ভোর হলো দোর খোলো কবিতা এখন
কবিতা ম্যারেজময় রমনি কানন
কাননে কুসুমকলি শিশুর মতোন
হেলে দুলে বেড়ে ওঠে রোদেলা স্বপন
কবিতা কথার ছানা যুবতি শরম
শরমে শামুকরাত্রি যমুনা স্বভাব
যমুনা রাত্রি নামে রাঙায় শরীর
শরীরে সোহাগ কাঁপে কবিতার জ¦রে
কবিতা জ¦রের মতো গলায় পারদ
যমুনায় পারদগলা কবিতার গাছ
ডালে দোলে ফুলকলি, পাখি গায় গান
কবিতা যমুনা দোঁহে তাড়ায় শ্মশান।