কুঠার

নয়ন আহমেদ
.
এই পাঠ কুঠারসংহত।
এই পাঠ কুঠারের নামে।
.
হিরোশিমা পার হতে হতে;
নাগাসাকি পার হতে হতে;
রক্তভোর পার হতে হতে;
হত্যা ও গুমের সেতু পার হতে হতে;
সামনে দেখি অজুত-নিজুত কুঠার।
.
শিখে রাখো কুঠারের পরিচয়লিপি।
কুঠারের বংশপরম্পরা।
.
এই পাঠ কুঠারের নামে।
এই পাঠ কুঠারসংহত।
.
হিংসা একটি কুঠার।
ঘৃণা একটি কুঠার।
জাত্যভিমান একটি কুঠার।
বর্ণবাদ একটি কুঠার।
যুদ্ধ একটি কুঠার।
.
শুনে রাখো কুঠারের পরিচয়।
রৌদ্র হটিয়ে
অন্ধকার ছড়ানোর নামই কুঠার।

.
১৮ জুন ২০২০

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *