জুলাই ৬, ২০২০ admin বাংলা আমার প্রাণ রিয়াজুল ইসলাম রিয়াজ বাংলা আমার মাতৃভাষা খোদার সেরা দান এ ভাষারই কদর করলে বাড়বে মোদের মান। স্কুল, কলেজ, মাদরাসাতে শিখে অনেক জ্ঞান বাংলাভাষায় বড় হবো এই করেছি ধ্যান। বিশ্ব বুকে ছড়িয়ে আছে বাংলা ভাষার প্রাণ এ ভাষাতে শহীদ যারা তাঁরা চির অম্লান। Post Views: ১,১৪৩