মুক্তবুলি ডেস্ক
এবারের অমর একুশে বইমেলা-২০২২ এ অদম্য প্রকাশ হতে প্রকাশিত হয়েছে মোহাম্মদ জহিরুল ইসলাম এর প্রথম বই এভিয়েশন ক্যারিয়ার। লেখক একজন সামাজিক উদ্যোক্তা ইগনাইট ফাউন্ডেশন এর ফাউন্ডার চেয়ারম্যান | ইতোমধ্যে লেখক তাঁর অসামান্য অবদানের জন্য পেয়েছেন দ্য ডায়না অ্যাওয়ার্ড, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড সহ দেশি-বিদেশি দশটিরও অধিক সম্মাননা ।
আমাদের তরুণ প্রজন্ম কিংবা বয়োজ্যেষ্ঠর মাঝে একটা বড় অংশ উড়োজাহাজ কিংবা এভিয়েশন ইন্ডাস্ট্রি নিয়ে তেমন সঠিক কোন ধারণা নেই কিন্তু আছে জানার অতি আগ্রহ, প্রবল ইচ্ছা এবং কৌতুহল। এভিয়েশন সম্পর্কে সঠিক গাইডলাইন আর শত অজানা তথ্য দিবে এভিয়েশন ক্যারিয়ার বইটি। যার ফলে এভিয়েশনের প্রতি তৈরী হবে আগ্রহ, উদ্দীপনা এবং জানার প্রবল ইচ্ছা। বইটি পড়লে জানতে পারবেন দারুন সব চমকপ্রদ বিষয় যা তরুণদের অনুপ্রাণিত করবে- যেমন: উড়োজাহাজ, হেলিকপ্টার এবং সামরিক উড়োজাহাজ কিভাবে উড়ে। কিভাবে একজন পাইলট, ক্যাবিন ক্রু, ইঞ্জিনিয়ার ও এয়ার ট্রাফিক কন্ট্রোলার হবে এছাড়াও জানতে পারবে উড়োজাহাজ তৈরীর উপাদান সহ সকল তথ্য। শিক্ষার্থীদের এভিয়েশনে সুন্দর ক্যারিয়ার গড়তে এভিয়েশন ক্যারিয়ার বইটি অনন্য ভূমিকা পালন করবে।
বইটি অনলাইনে রকমারিতে পাওয়া যাচ্ছে এছাড়াও অমর একুশে বইমেলা -২০২২ অদম্য প্রকাশ, স্টল-১৬ পাওয়া যাবে।
অনলাইন থেকে বই অর্ডার করার লিংক: https://www.rokomari.com/book/226452/aviation-career
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
