যাকাত

এনামুল খাঁন ||
বৈষম্য কমাতে দারিদ্র্য ঘোচাতে যাকাতের বিকল্প নাই,
সুদের ব্যবসায় কোমর ভেঙে যায় উপকার কিছু নাই ।
যাকাত বাড়ায় মমতা সমাজে আনে সমতা নিরন্ন রয়না কেউ,
ধনীর সম্পদ হক যুক্ত যাকাত করে মুক্ত  আনে প্রশান্তির ঢেউ ।
যাকাত দিলে শান্তি একালে মুক্তি পরকালে বাড়ে সম্মান,
না দিলেও সব পড়ে রবে অন্যের হাতে যাবে বৃথা সব আয়োজন ।
কম দামী শাড়ি নয় হিসেব করে দিতে হয় নইলে বোঝা রবে ঘাড়ে,
বাড়াবে তা দুর্ভোগ হারালে এ সুযোগ কারুনের সাথী বাড়ে ।
যত বেশী কর আয় বেশী কিছু তোমার নয় শুধু খাওয়া পরা ছাড়া,
আর দান কর যতটুকু লেখা রবে ততটুকু বাকিসব হাত ছাড়া ।
তাইতো বলি ভাই সময় আর বেশী নাই যত পার কর দান,
যাকাত ও সাদাকা দাও পাওনা বাড়িয়ে নাও পাবে তার প্রতিদান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *