শাহীন খান
ঝিরিঝিরি হাওয়া বয় জুড়ায় শরীর
স্বপ্নেরা কথা কয় মনে করে ভীড়।
কাশফোটে নদীপাড়ে দোল লাগে প্রাণে
মুখরিত হই আমি পাখিদের গানে।
পানকৌড়ি দেয় ডুব হাঁস করে খেলা
দূরে ছোটে তড়িঘড়ি মেঘেদের ভেলা।
রাতে জাগে চাঁদতারা লাগে খুবই ভালো
জোনাকিরা বনেঝোঁপে জ্বালালো যে আলো।
ভ্রমরেরা গুনগুন সুর তোলে ঠোঁটে
বাংলার চারপাশ নেচে নেচে ওঠে।
শাহীন খান
বানারীপাড়া, বরিশাল।