মুস্তফা হাবীব সম্পাদিত কবিতার ছোটকাগজ ‘অরুণিম’

আল হাফিজ ।।
মুস্তফা হাবীব সম্পাদিত কবিতার ছোটকাগজ ‘অরুণিম’ জানুয়ারি-মার্চ ২০২৩ সংখ্যা সম্প্রতি প্রকাশিত হয়েছে। চলতি সংখ্যায় কবিতা লিখেছেন কবি মাহবুব হাসান, শাহীন রেজা, সৌহার্দ সিরাজ, ভাস্কর সাহা, স্নিগ্ধ নীলিমা, আনোয়ার হোসেন বাদল, দিলারা বিউটি, সিকান্দার কবীর, জামাল আজাদ, সুরভি জাহাঙ্গীর, ফারুক আহমেদ বিশ্বাস, তুহিন বিশ্বাস, তাজ ইসলাম, কামরুল আহসান, আল হাফিজ, হাসান ইমতিয়াজ, মাহবুব রহমান, ফরিদ ভূঁইয়া, ভীষ্মদেব বাড়ৈ, লিমা ইসলাম, কৌশিক কির্ত্তোনিয়া, হেমায়েত আদনান, সাজু কবীর, মিনতি দাস, শেখ খলিলুর রহমান, অনন্ত রিয়াজ, হাবিব রনি, সাদিয়া আফরোজ ঐশী, আবদুর রহিম, হাসান ওয়াহিদ, প্রকাশ রায়, স.ম জসিম উদ্দিন, স্নিগ্ধিল সুপর্ণা, সামসুল ইসলাম রিপন, কাজল বনিক, রহমান সিদ্দিক, শশাংক বর, মুস্তফা হাবীব, এএসএম সাইফুল ইসলাম এবং জামান মনির।

কবিতার ছোটকাগজ হিসেবে ‘অরুণিম’ বেশ অনেক দিন থেকেই প্রকাশিত হয়ে আসছে কিন্তু এ কাগজটি মফস^লীয় আবহ কেনো যেনো কাটিয়ে উঠতে পারছে না। সেই শুরুতে যেমন দেখেছি এখনও তেমনই রয়ে গেছে। অথচ কাগজটির সম্ভাবনা ছিলো অপরিসীম। আমরা বিশ্বাস করি, সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সফল স্বপ্ন দেখাতে পারতেন সম্পাদক মুস্তফা হাবীব- যা ছোটকাগজের জগতে উদাহরণ হিসেবে গন্য হতে পারতো। এখনও সেই সুযোগ রয়েছে সম্পাদকের কব্জায়। তবে একটি ছোটকাগজ দীর্ঘ দিন ধরে বের করে যাওয়াও কম কথা নয়। এজন্য সম্পাদক অবশ্যই অভিনন্দিত হবেন কবি ও পাঠকদের পক্ষ থেকে।

কবিতার ছোটকাগজ ‘অরুণিম’ জানুয়ারি-মার্চ ২০২৩ সংখ্যায় বেশ কিছু ভালো মানের উৎকৃষ্ট কবিতা রয়েছে যা কবিতামুগ্ধ পাঠকদের মনোযোগ আকর্ষণে সক্ষম হবে বলে আমরা মনে করি। এখানে ভালো লাগা কয়েকটি পঙক্তি পাঠকদের জন্য তুলে দিলাম-
ক. কেন আমার সিজদা আমাকেই শূন্য করে উড়ে যায়?
ঠিক দুপুরবেলা শরতের শাদা-কালো-নীলের খেলা
যেনো পাকুরের পাকা শিম
পলকা বাতাসে ঘুঙুরের মতো বাজছে।
– [ মাহবুব হাসান, জোহরের আমি, পৃষ্ঠা- ০৩ ] খ. ময়লার গাড়ি এসেছে আবর্জনা নিতে
দেরি না করে নিজেকেই তুলে দেই আবর্জনার স্তুপে…
– [ ভাস্কর সাহা, বসন্ত দিনে, পৃষ্ঠা- ০৪ ] গ. নিজের নেই চিন-পরিচয়ের পুঁজি
বাবার নামেই নিজেকে নিজে খুঁজি।
– [ সিকানদার কবীর, পরিচয়, পৃষ্ঠা- ০৭ ] ঘ. সীমার ছুরিতে ক্যানো মরে যাবে মানুষের দুরন্ত দুপুর?
মানুষ তো মানুষের ভিতরে অসীম খোঁজে আরেক মানুষ।
– [ আল হাফিজ, সুষম সাহস, পৃষ্ঠা- ১২ ] ঙ. ও বাবুই, তুমি জেগে ওঠো,
ওই ঠোঁটে তুলে আনো নতুন বুনন
ফসলের মাঠে সবুজের মখমলে
শৈল্পিক কারুকাজ…
– [ সাজু কবীর, নতুন বুনন, পৃষ্ঠা- ১৭ ]

‘অরুণিম’ পরিবারে যুক্ত রয়েছেন স্নিগ্ধ নীলিমা, ডা. ভাস্কর সাহা, মাহবুব রহমান এবং অনন্ত রিয়াজ। উপদেষ্টা হিসেবে আছেন মালেকা ফেরদৌস এবং সহযোগী সম্পাদক স.ম জসিম উদ্দিন। কাগজটি প্রকাশিত হয়েছে লোক সাহিত্য একাডেমি, কবিতা পার্ক, মডেল স্কুল রোড, শরিকল, গৌরনদী, বরিশাল থেকে। ৩২ পৃষ্ঠার অফসেট কাগজে ঝকঝকে ছাপা এ কাগজটির মূল্য রাখা হয়েছে ৮০ টাকা। যদিও মূল্য একটু বেশি রাখা হয়েছে বলেই মনে হয়। ‘মুক্তির আনন্দে খাঁচা ছেড়ে পাখি উড়ে যাচ্ছে মুক্ত আকাশে’- এমন দৃষ্টিনন্দন প্রচ্ছদ নিয়ে প্রকাশিত ‘অরুণিম’ চলতি সংখ্যা পাঠকদের ভালো লাগবে নি:সন্দেহে। তবে প্রচ্ছদশিল্পীর নাম কাগজের কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়টির প্রতি সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি। কবিতাপ্রেমিক পাঠকদের কাছে ‘অরুণিম’ বিপুলভাবে সমাদৃত হোক- এটাই আমাদের প্রত্যাশা।

আল হাফিজ
নির্বাহী সম্পাদক, মুক্তবুলি

Check Also

বইমেলায় এলো শাহীন হাওলাদারের `ব্যাংকিং রিপোর্টের কলা-কৌশল’

মুক্তবুলি প্রতিবেদক ।। অমর একুশে বই মেলা ২০২৪-এ এলো ‘ব্যাংকিং রিপোর্টের কলা-কৌশল’ নামে ভিন্নধর্মী একটি …

One comment

  1. প্রিয় কবি আলহাফিজ ভাই এর নিয়মিত পাঠক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *