কাজী আল-মাহমুদ . আশা যেন কুপির মতো জ্বলে, দূঃখ করে আমোদ বৃন্দাবনে, ভালোবাসা যাচ্ছে রসাতলে, দূঃচিন্তার প্রমোদ আষ্ফালনে। . নির্ঘুম তাই চোখের নিচে কালি, স্বপ্নগুলো করে বিবচ্ছেদ, সুখগুলো আজ সফেদ মেঘের ফালি, দূরদেশী তবু নেইতো কোন ক্ষেদ। . সময়কে আজ দূঃসময়ে চাপে, আঁধারে তাই নিত্য আলোক দিন, ক্ষিণ আশা থরথরিয়ে কাপে, তবু জীবনের কাছে আমার অনেক ঋণ।।
সম্পূর্ণ পড়ুনTag Archives: কাজী আল-মাহমুদ
প্রতিদিনই মৃত্যু হয়
কাজী আল-মাহমুদ . মরণটাতে ভয় নাই যদি তা একটি বারেই হয়। কিন্তু এ যে ভাগ্য আমার, প্রতিদিনই মৃত্যু হয়, প্রতিদিনই হয় ক্ষয়। . অবাধ্য হৃদয়… প্রতিহিংসা পরায়ণ স্বপ্ন, তবু্ও তো স্বপ্ন দেখি, তবু বারবার স্বপ্ন দেখতে হয়, একটিবার তো নয়, প্রতিদিনই মৃত্যু হয়, প্রতিদিনই হয় ক্ষয়। . অবোধ চাতক চক্ষু, মিছে পথ চেয়ে রয়, বৃথা সে আশায়, ভাবে তারই হবে …
সম্পূর্ণ পড়ুনমৃত্যু ভয়
কাজী আল-মাহমুদ . তবে কি হয়ে গেছে আমার মৃত্যু ঘোষনা কবে বা কখন জানি না আমি, বন্দী আছি যেন জেলের ঘরে আমি যেন কোন ফাঁসির আসামি। . জানালা দিয়ে দেখি আকাশের নীল সাদা মেঘে উড়ে চলা শিকারী চিল। ভেসে আসে বাতাসে কতোনা গন্ধ, কিছু ভালো তার, আর কিছু মন্দ। . দেখা যায় না বেশি কিছু আর, মৃত্যু ভয়ে বন্ধ যে …
সম্পূর্ণ পড়ুনপ্রতিক্ষার অবশেষে
কাজী আল-মাহমুদ . পথ সেতো বিস্তীর্ন দূর হতে দূরে আমি হেটেছি, হেটে হেটে চলে এসেছি অনেকটা পথ, তবুও হয়নি তোমার সাথে হেটে চলা, হাজারো ক্রোশ অতিক্রম করেও পাইনি তোমার সান্নিধ্য। যেন চিরচেনা সমান্তরাল রেল লাইন। হাজারো লক্ষ ক্রোশ অতিক্রান্ত তবুও ছুতে পারিনি সামান্য সময়ের জন্য। আমার অনেক স্বাধ… হেটে হেটে ক্লান্ত আমি, অবশেষে পাবো তোমার পথের দেখা! তুমি সেই চির সবুজ স্নিগ্ধতা, …
সম্পূর্ণ পড়ুনকবিতা : প্রতিক্ষার প্রহর
কাজী আল-মাহমুদ হৃদয় আমার… প্রহর গুনে প্রতিক্ষার। রিমঝিম বর্ষা নামে আশা সিক্ত চোখে। মরুভূমির চিরশুন্যতা আজ সমস্ত হৃদয় জুড়ে। তবু্ও প্রতিক্ষার চোখ চেয়ে থাকে সম্মুখে, অনাকাঙ্ক্ষিত কিছুর আশায়। জানি চর পরেছে আমার ভালোবাসার নদীতে। সে নদীতে জাল ফেললে আর রুপালী স্বপ্ন ধরা দেয় না। পাল তুলে শান্ত নদীর জলে আর ভেসে বেড়ায় না চির পরিচিত কোন মুখ। হাওয়া লাগে না …
সম্পূর্ণ পড়ুনকবিতা : অচিনপুর
কাজী আল-মাহমুদ আর আসে না তোমার নামে চিঠি কবুতরটা ছুটিতে আছে বুঝি? তোমার ঝিলে পদ্ম কি ফোটে আজও? স্বচ্ছ জলের ঢেউটা আজও খুজি। তোমার আকাশ আজও কি থাকে খোলা? তপ্ত দুপুরে মেঘেরা কি আজও ভাসে? রাত নিশিতে চাঁদের বুড়ি আজও ব্যাস্ত থাকে চড়কা কাটার কাজে? শান্ত বাতাস আজও কি যায় বয়ে দিগন্তজোড়া ফসলের মাঠ বেয়ে? আজও কি তোমার চঞ্চলা নদী …
সম্পূর্ণ পড়ুন