স্বাধীনতা তুমি 

শাহিন ভূইয়া ।।
.
সন্তানহারা আর্তনাদ
মায়ের বুকে বোবা কান্না
ধর্ষিতা বোনের আহজারি
প্রিয়ার ভালবাসার বলিদানে
অর্জিত স্বাধীনতা তুমি।
.
ছোট্ট শিশু, মৃত মায়ের
লাশ ছুয়ে শপথ নিয়েছিল
খোকার বুক রক্তে রঞ্জিত,
অলিতে গলিতে রক্তে অর্জিত
হে স্বাধীনতা তুমি।
.
রাত পোহাতেই গুলির শব্দ
এদিক সেদিক ছোটাছুটি ।
যুবতি বোনের ইজ্জত
ক্ষুধার্ত হায়নার মত
ছিড়ে খেয়েছো, তার দেহখানি ।
.
কাক, চিল, শিয়ালের ডাক শুনতেই
ছোট্ট শিশু জড়িয়ে ধরে
মায়ের আঁচল খানি।
হটাৎ দরজায় করা নাড়ে
বুক ধরফর করে হে স্বাধীনতা তুমি।
.
মায়ের দেয়া বুলি, কি করে ভুলি
তাইতো ঝাপিয়ে পরেছে সেদিন
এক ঝাঁক বাঙালি, দিয়েছে রক্ত
হারিয়েছে প্রাণ, তবু হাল ছাড়েনি
সেই স্বাধীনতা তুমি।
.
পেটে বেধেছে পাথর, করেছে যুদ্ধ
এখানে চিৎকার ওখানে হাহাকার
এক মুঠো খাবার ছিলনা সেদিন
ছিল শুধু স্বপ্ন আর ব্যাথা
তুমি সেই স্বাধীনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *