জানে আলম’র কাব্যগ্রন্থ: আমরা বিশ্বাস বিক্রি করিনি

আল হাফিজ আযাদ আলাউদ্দীন ।।

কবিতা সুন্দরের কথা বলে, সত্য-প্রেম-পবিত্রতার কথা বলে আর বলে অফুরন্ত সম্ভাবনার কথা। দেশ ও জাতিকে দেখায় আলোকিত স্বপ্ন, এগিয়ে নিয়ে যায় এক অপার্থিব সৌন্দর্যলোকে। যে সৌন্দর্যের বর্ণনায় কবি আল মাহমুদ বলেন, ‘কবিতা তো মক্তবের মেয়ে চুল খোলা আয়েশা আক্তার’।

সেই কবিতা আবার কখনো কখনো দ্রোহে জ্বলে ওঠে, জ্বালায় অত্যাচারি শাসক-শোষকদের কঠিন হৃদয়। কবিতা দেখায় আলো এবং অন্ধকারের পার্থক্য, ভালো এবং মন্দের ভাষাচিত্র। সাম্য ও ন্যায়ের পক্ষে বিশ্বাসের বিভূতি নিয়ে বুক উঁচিয়ে দাঁড়ায় কবিতা। শির উঁচু কবিতারা মাথা নোয়ায় না ভূতের ভয়ে বরং আলোর মশাল জ্বেলে এগিয়ে যায় অন্ধকার তাড়াতে। কবিতা একাই পালন করে হাজার রকম দায়-দায়িত্ব। আশা দিয়ে ভাষা দিয়ে ভালোবাসা দিয়ে কবিতাই সমাজ-দেশ ও জাতিকে প্রগতির পথ দেখায়, উন্নতির স্বপ্ন দেখায়। এমন স্বপ্নময়-দ্যুতিময় কবিতার চর্চা করেন কবি জানে আলম।

কবি জানে আলম শিশুতোষ ছড়া-কবিতা রচনার মধ্য দিয়ে আমাদের সাহিত্যে আসেন। তারপর গল্প, উপন্যাস, কবিতা, ছড়া মিলিয়ে বর্তমানে তার বাইশটি গ্রন্থ রয়েছে। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় তার সফল পদচারণা ইতোমধ্যে পাঠক মনে যথেষ্ঠে সাড়া জাগিয়েছে। শুদ্ধ চিন্তার মহৎ সাহিত্য চর্চাই তার আরাধ্য বিষয়। শিল্পকে নিছক শিল্প হিসেবে গ্রহণ করেননি এই কবি। ফলে তার সাহিত্য কখনো ছেলেখেলা হয়ে ওঠেনি বরং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় একনিষ্ঠ ভূমিকা পালন করেছে তার সাহিত্যকর্ম। জৈবনিক দু:খ-কষ্ট, আনন্দ-বেদনা, আশা-নিরাশা, ব্যথা-ব্যর্থতাকে ছাপিয়ে কবি নিমগ্ন থেকেছেন অনন্য সৌন্দর্য চর্চায়। অলৌকিক আনন্দলোকে খুঁজে পেয়েছেন অপার শান্তি, আধ্যাত্মিক আরাধনাই তার পরম প্রশান্তির আবাস। সমৃদ্ধ শিল্প সাধনায় মগ্ন চিরন্তন সত্যের আলোয় উদ্ভাসিত কবি তার কবিতায় উচ্চারণ করেন-
ক. এসো কুটিলতাকে কুটিকুটি করে
বাতাসে উড়িয়ে দেই।
নিজেদের নান্দনিক করে তুলতে
তাকওয়ার রিবনে বেধেঁ নেই জীবন।
– [ সংযমে শানিত হই, পৃষ্ঠা- ০৯ ]

খ. ঘুণপোকাদের অক্ষর দিয়ে সাজানো পাঠ্য বই
যে শিশুরা পাঠ করে
তারা কি জানে
মানবতা দিন দিন ঝাঁঝরা হয়ে যাচ্ছে
ঝাঁঝরের মতো।- [ ঘুণাক্ষর, পৃষ্ঠা- ১৭ ]

গ. সাদা কাপড়ে দেহ আবৃত করার আগে
নিজেই হয়ে যাও শুভ্র গন্ধরাজ
তোমার অর্থেবিত্তে শুভ্রতা আনো
তোমার ভাষায়, ভালোবাসায় শুভ্রতা আনো।
– [ সাদা করে নাও, পৃষ্ঠা- ২১ ]

অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ প্রকাশিত ‘আমরা বিশ্বাস বিক্রি করিনি’ কাব্যগ্রন্থে কবি জানে আলম সমাজের তথাকথিত আত্মবিকৃতি, আত্মবিস্মৃতি, আত্মবিক্রয় আর বিশ্বাস বিক্রির সংস্কৃতির চলমান চিত্র তুলে ধরেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। এখানে কবির দৃঢ় প্রত্যয় প্রশংসার দাবি রাখে। কারণ কবি এখানে সচেতন মানবজাতির কাণ্ডারির দায়িত্ব পালন করেছেন। আলোকিত সমাজ বিনির্মানে কবির কবিতা হয়ে উঠেছে আলোকসজ্জিত বাতিঘর। সমাজ বাস্তবতার অনেক অপ্রিয় সত্য তার কবিতায় উঠে এসেছে অসম সাহসিকতার সঙ্গে। কবি যে চেতনা ও বিশ্বাস লালন করেন সেই চেতনা ও বিশ্বাস বাংলাদেশের সবুজ প্রকৃতি, পলিমাটি আর মানুষের মধ্য থেকে উৎসারিত। ফলে তার কবিতার পুরোটাই হয়ে উঠেছে বাংলাদেশের আপামর গণমানুষের ভাষাচিত্র। নাগরিক জীবনের নগ্নতা, রাজনৈতিক অরাজকতা, সামাজিক অবক্ষয় কবিকে পীড়িত করলেও পথভ্রষ্ট করতে পারেনি কখনও। বরং জীবনের সৌন্দর্য্য, সামাজিক শুদ্ধতা, সত্য প্রেম পবিত্রতার প্রতিষ্ঠায় দৃঢ় থেকে তিনি উচ্চারণ করেন-
ক. ভাবছ, তুমি পাপ করবে আর তোমাকে
রাবেয়া বসরীর সম্মানে ভূষিত করবো।
– [ মানবো না কোনোদিন, পৃষ্ঠা- ৩৩ ]

খ. বিশুদ্ধ বিশ্বাসের বাগানে যে নেই
তার কাছ থেকে প্রফুল্ল প্রেমের ফুল
আশা করো না।
– [ তোমাকেই বুঝে নিতে হবে, পৃষ্ঠা- ৩২ ]

গ. তোমাদের প্রত্যেকের জন্য বরাদ্দ থাকুক
ভোরের সূর্যের নরম আলোর মতো আনন্দ।
– [ নিশুতি রাতের নির্ঘুম কাব্য, পৃষ্ঠা-২৩ ]

ঐতিহ্য সচেতন মানবপ্রেমী এই কবি জীবনের নানামুখী স্বপ্ন-প্রত্যাশার সহজাত বয়ানের এক দক্ষশিল্পী। তার ২২তম কাব্যগ্রন্থ ‘আমরা বিশ্বাস বিক্রি করিনি’ সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রতিভা প্রকাশ থেকে। এ কাব্যগ্রন্থের সুন্দর প্রচ্ছদ করেছেন শিল্পী সঞ্জিব রায়, বর্ণবিন্যাস করেছেন শামীম মিঠু এবং গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে কবি ফিরোজ মাহমুদ ও কবি সায়ীদ উসমানকে। এ গ্রন্থে চব্বিশটি আলাদা স্বাদের কবিতা, তিরিশটি রুবাই এবং ‘অল্পকথার গল্প’ শিরোনামে ষাটটি অনুকবিতা রয়েছে। উন্নত মানের কাগজে ছাপা ৪৮ পৃষ্ঠার এ গ্রন্থটির মূল্য মাত্র ১৫০টাকা। গ্রন্থটিতে গদ্য কবিতা ও ছন্দবদ্ধ রুবাই ছাড়াও যে চমৎকার মিনি কবিতা সিরিজ রয়েছে তাতে উঠে এসেছে সমাজ বাস্তবতার অপ্রিয় সত্য কথন, মানবিক মূল্যবোধের সহজ বয়ান। উপমা-রূপক-চিত্রকল্প দিয়ে সাজিয়ে যাবতীয় নগ্নতাকে পাশ কাটিয়ে নন্দনতত্ত্বের সীমা লংঘন না করেও এ সব কবিতায় কবি সত্য-সুন্দর-প্রেমময় ভাষায় বাস্তবতার কঠিন সত্য সাবলিল ভাবে উচ্চারণ করেন এভাবে-
ক. বৃক্ষ যখন বৃক্ষ থাকে গায়ে থাকে ফাগুন
বৃক্ষ যখন কাঠ হয়ে যায় গায়ে জ¦লে আগুন।
– [ অল্পকথার গল্পÑ০১, পৃষ্ঠা-৪০ ]

খ. মূল্যবোধের অবক্ষয়ে হচ্ছে সকল নাশ
মিডিয়াতে হচ্ছে কেবল অপকৃষ্টি চাষ।
– [অল্পকথার গল্প-১৭, পৃষ্ঠা-৪২ ]

গ. বিবেক বোধের হাত পা বাঁধা/ সেলাই করা মুখ
মানব কাঁধে দৈত্য চড়ে/ পাচ্ছে ভীষণ সুখ।
– [ অল্পকথার গল্প- ৬০, পৃষ্ঠা-৪৮ ]

আলোকিত সমাজ বিনির্মাণ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার জীবনযুদ্ধে অসম সাহসের সঙ্গে লড়ে যাওয়া কবি জানে আলম আমাদের সাহিত্যের সাথে সম্পৃক্ত আছেন দুই দশকের অধিককাল ধরে। মূলত আত্মপ্রত্যয় জাগানিয়া এই কবি কবিতা চর্চার পাশাপাশি শিশুতোষ গল্প, উপন্যাস এবং কিশোরকবিতা ও ছড়া লিখছেন স্বত:স্বফূর্তভাবে। লেখালেখির আঙিনায় তিনি নিভৃতচারি এক নিবেদিত প্রাণ অকুতোভয় সাহসী সৈনিক। মরমিসাধক ও আধ্যাত্মিক কবি ‘রুমি- সাদী-ফররুখ’ ঘরানার এই পরিশীলিত শুদ্ধ চিন্তার ধীমান কবিকে ধন্যবাদ জানাই তার নতুন কবিতাগ্রন্থ ‘আমরা বিশ্বাস বিক্রি করিনি’র জন্য। আলোকিত সমাজ এবং স্বপ্নময় জাতি গঠনে তার কবিতা হয়ে উঠুক নন্দিত বাতিঘর। জীবনকে বিকশিত করতে, সুবাসিত করতে তার কবিতা হোক শিল্পিত সহচর। আমাদের বিশ্বাস, অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ প্রকাশিত তার এই কাব্যগ্রন্থটি সচেতন পাঠক ও বোদ্ধা সাহিত্য সমালোচক মহলে সমাদৃত হবে। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *