বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী জাকাতমেলা

নিজস্ব প্রতিবেদক ||

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাকাতমেলার যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার জাকাত দিয়ে মেলার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে তহবিল বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করেছে হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের আওতাধীন ‘রোগীকল্যাণ সমিতি’।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ, বিএসএমএমইউ সমাজসেবা অফিসার সিতারা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ মেলা পুরো রমজান মাস সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে।

Next Barisal banner ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *