রুহুল আমীন, কামারখালী থেকে ।।
পবিত্র সিরাতুন্নবি (স.) উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলার কামারখালীতে ‘রাসূল (স.) এর জীবন’ শীর্ষক আলোচনা সভা ১৪ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়।
কামারখালী আলহাজ হযরত আলী কলেজ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উত্তমপুর নুরিয়া সিনিয়র মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা নুরুল হক। কামারখালী যুবকল্যাণ পরিষদের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আল্লাহর রাসুল (স.) পৃথিবীতে এসেছিলেন দ্বীনকে প্রতিষ্ঠিত করতে। তার রেখে যাওয়া সেই দায়িত্ব পালনে এগিয়ে আসা প্রতিটি মুসলমানের দায়িত্ব। মাওলানা নুরুল হক উপস্থিত সকলকে রাসুলের নির্দেশিত পন্থায় দ্বীন পালনের আহ্বান জানান।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কামারখালী কলেজের প্রভাষক হাফেজ বাকি বিল্লাহ, জহিরুল ইসলাম, মাওলানা অলিউর রহমান, মেহেদী হাসান শাওন, সাঈদ আহমেদ প্রমূখ।
আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সিরাতুন্নবি (স.) বিষয়ক কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ##
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

আলহামদুলিল্লাহ,,,
আল্লাহ তায়ালা সকলকে কবুল করুক (আমিন)