লেখক ও গবেষক প্রফেসর ড. মোঃ মোয়াজ্জেম হোসাইনের দুটি বইয়ের মোড়ক উন্মোচন

মুক্তবুলি প্রতিবেদক।।
বরিশাল সরকারি বিএম কলেজ ইসলামী শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোয়াজ্জেম হোসাইনের লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
০৬ এপ্রিল শনিবার সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুরআন হাদীস অধ্যয়ন ও কল্যাণ ফোরামের সভাপতি অধ্যাপক মো. নূরুল হক। প্রধান অতিথি ছিলেন বিএম কলেজ বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আ. খা. মো. আবদুর রব।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. নুরুল আমিন, বরিশাল সরকারি মহিলা কলেজের ইসলামী শিক্ষা বিভাগের চেয়ারম্যান আ. জ. ম. হাবিবুর রহমান, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সাবেক অধ্যাপক মো. নূরুজ্জামান, অমৃত লাল দে কলেজের উপাধ্যক্ষ মাহবুবুল হক।
উপস্থিত ছিলেন- আইবিডব্লিউএফ’র বরিশাল বিভাগীয় সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন হাওলাদার, তানযীমুল উম্মাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান খান ও আবু তালহা, নিউনেস ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ হাসান আতিক, অংকুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল হক, বরিশাল সদর হাসপাতাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জাকির হোসাইন, বরিশাল মেট্রোপলিটন কলেজের চেয়ারম্যান সাংবাদিক আযাদ আলাউদ্দীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্পার্ক গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান।

প্রকাশিত বই দুটি হলো- ‘কুরআনের আলোকে করণীয়, বর্জনীয় ও আত্মশুদ্ধির নির্দেশনা’ এবং `The Identity of the Prophet Muhammad (sm.) in The Light of Al-Quran and his Responsibility & work’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *